আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন ছাড়া ঘরে না ফেরার ঘোষণা

ডেস্ক রিপোর্ট, দ্যা ডেইলি ইমেজ বিডিঃ
আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবিতে মধ্যরাতেও উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। শুক্রবার (৯ মে) দিনগত রাত দেড়টার দিকেও সেখানকার সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মাইকে চলছিল একনাগাড়ে স্লোগান—‘আওয়ামী লীগ ব্যান কর’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জবাই কর’সহ বিভিন্ন উত্তেজনাপূর্ণ শ্লোগান।
আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে রাত পৌনে ১১টায় সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা তিন দফা দাবি তুলে ধরেন। সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বিগত ১৬ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ দলগতভাবে দায়ী। তাই দলটিকে নিষিদ্ধ করতে হবে।
শনিবার বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপি।