নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট,দ্যা ডেইলি ইমেজ বিডিঃ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।শনিবার রাতে যমুনা ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে রাজনৈতিক দলকেও বিচারের আওতায় আনা হয়েছে।সেই ধারায় আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনে দলের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে — অনলাইন ও অফলাইনে।
তিনি জানান, শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।এর আগে, ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ ছাত্রলীগকেও নিষিদ্ধ করে সরকার।