আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, উল্লাসে বিক্ষোভকারীরা

May 11, 2025 - 13:18
May 11, 2025 - 13:18
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ, উল্লাসে বিক্ষোভকারীরা

ডেস্ক রিপোর্টঃ তীব্র আন্দোলনের মুখে অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা উল্লাসে ফেটে পড়েন। আনন্দ মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ আন্দোলনকেন্দ্রিক এলাকা।

এর আগে, বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আহ্বানে আন্দোলনে নামে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া সংগঠনগুলো। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পরে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশে সমাবেশ ও শাহবাগ মোড় অবরোধে অংশ নেয়।

গতকাল দুপুরে শাহবাগ মোড় থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আল্টিমেটাম দেন এনসিপি নেতা হাসনাত। এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠক ডেকে কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয়।