চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

Nov 26, 2024 - 08:32
চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

রংপুর প্রতিনিধিঃ

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে রংপুরে হিন্দু ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া রাজধানী ঢাকা ও চট্টগ্রামেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।সোমবার রাতে রংপুরে বিক্ষোভ মিছিল থেকে বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

রংপুর বিএনপির জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম জানিয়েছেন, বিক্ষোভ চলাকালীন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের জিয়া মঞ্চের সভাপতি নুসাদ সেদিক দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা তাকে বেধরক মারপিট করে। এতে তিনি আহত হন।

এদিকে এই বিক্ষোভের ফুটেজ সংগ্রহের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির ক্যামেরাপার্সন মাসুদ, দীপ্ত টিভির সাংবাদিক বাবলুর রহমান বারীকে মারধর এবং ক্যামেরা ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।