বন্যাদূর্গত মানুষের পাশে ফটিকছড়ি উপজেলা বিএনপি
অনলাইন ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপি।
নাজিরহাট, সুয়াবিল, হারুয়ালছড়ি, ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজারের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষদের মাঝে এসব ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহবায়ক গোলাম আকবর খোন্দকার।
ত্রাণ বিতরনের আগ উপজেলা বিএনপির আহবায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার (অবঃ) এর সভাপতিত্বে ও সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে গোলাম আকবর বলেন আওয়ামী সরকারের সময়ে মানুষের বাক স্বাধীনতা ছিলো না, ক্ষমতার প্রভাব খাটিয়ে মানুষের উপর নানা প্রকার জুলুম নির্যাতন করেছে আওয়ামীলের নেতা-কর্মীরা। পরিবর্তি সময়ে এসে যেনো সৈরাচারের আচরণ বিএনপির নেতা-কর্মীদের মধ্যেও পরিলক্ষিত না হয়। এ জন্য তিনি নেতাকর্মীদের জনকল্যানে কাজ করে যাওয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ সামগ্রী নিয়ে আপনাদেরভপাশে দাঁড়িয়েছি। জনগনের প্রতি বিএনপির এ সেবা চলমান থাকবে বলে জানান গোলাম আকবর।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এম এ হালিম, আলহাজ্ব ছালাউদ্দীন ও জেলা, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।