গঙ্গাচড়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আটক

Jul 27, 2025 - 07:32
গঙ্গাচড়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আটক

রংপুর প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট করার অভিযোগে রঞ্জন রায় (১৮) নামের এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার বেতগাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রঞ্জন রায় গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে। তিনি রংপুর শহরের রিট পলিটেকনিক ইনস্টিটিউট (RIT)-এর কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, “রঞ্জন রায় এলআরএম” নামের একটি ফেসবুক আইডি থেকে গত কয়েক দিন ধরে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন একাধিক পোস্ট করা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে এবং এক পর্যায়ে বিষয়টি গঙ্গাচড়া মডেল থানা পুলিশের নজরে আসে।

পরে থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে অভিযান চালায় এবং তাকে আটক করতে সক্ষম হয়।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে রঞ্জন রায়কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।