রাকসু নির্বাচনে নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাবি প্রতিনিধিঃ আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেটে ছাত্র-প্রতিনিধি নির্বাচনকালে ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আজ বুধবার বিকেলে সিনেট ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, রাকসু কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর মো. সেতাউর রহমান, রাকসু প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মো. আমজাদ হোসেন, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, হল প্রাধ্যক্ষবৃন্দ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক ড. মোহাম্মদ শাহজাহানসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাকসু নির্বাচন ২০২৫ এর আইনÑশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি প্রফেসর মো. এনামুল হক এই সভায় সভাপতিত্ব করেন।
মতবিনিময়কালে উপাচার্য রাকসু ও সিনেটে ছাত্র-প্রতিনিধি নির্বাচনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে এই নির্বাচনকালে ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট বাহিনীসমূহের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। উপস্থিত আরএমপি কমিশনার ও রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক সে বিষয়ে পরিকল্পনার রূপরেখা ও তা বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন। নির্বাচনকালে অতিরিক্ত পুলিশ সদস্য ও প্রয়োজনে অন্যান্য বাহিনীও মোতায়েনের কথা তাঁরা উল্লেখ করেন।
প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন।