সৈয়দপুরে মেলার নামে লটারির জুয়া, প্রশাসন নিরব
সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে কুটির শিল্প মেলার নামে লটারির জুয়ার আসর জমজমাট হলেও প্রশাসনের ভূমিকা রহস্যজনকভাবে নীরব। এতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনই সৈয়দপুর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশায় করে লটারি টিকিট ছড়িয়ে দিচ্ছে আয়োজকদের লোকজন। মোটরসাইকেল, সোনা ও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের লোভ দেখিয়ে টিকিট বিক্রি হচ্ছে নীলফামারী, রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায়।
এই জুয়ার প্রলোভনে ছাত্র-যুবক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ জড়িয়ে পড়ছেন। প্রতিদিন হাজারো মানুষ এসব লটারির আসরে ভিড় জমাচ্ছেন। কেউ সর্বস্বান্ত হয়ে নিঃস্ব হচ্ছেন, আবার কেউ পরিবারকে বিপদে ফেলছেন।
ইতিমধ্যে স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুয়া বন্ধের দাবি উঠেছে। বাংলাদেশ ইসলামী শাসন আন্দোলন ও ওলামা ঐক্য পরিষদ সৈয়দপুর শাখা প্রতিবাদ সভা ও সমাবেশ করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এতে ক্ষোভ প্রকাশ করে সচেতন মহল বলছেন, “এ মরণনেশার জুয়ার পেছনে কারা জড়িত? কেন বন্ধ হচ্ছে না? প্রশাসন কি ইচ্ছাকৃতভাবে নীরব?”
তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে লটারির এই নেশা পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।