মোবাইলে জুয়ার অ্যাপ থাকলে বিপদে পড়বেন: ডিমলা থানার ওসির সতর্কবার্তা
মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী মোবাইল ফোনে বা অনলাইনে জুয়ার কোনো অ্যাপ ব্যবহার, ডাউনলোড বা পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নীলফামারীর ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, “মোবাইলে জুয়ার অ্যাপ থাকলেই বিপদে পড়তে পারেন। মোবাইল থেকে জুয়ার অ্যাপ মুছে ফেলুন এবং নিরাপদ থাকুন।”
তিনি আরও বলেন, কারও ফোনে জুয়ার অ্যাপ পাওয়া গেলে তা মামলা করার জন্য যথেষ্ট প্রমাণ হিসেবে গণ্য হবে। নতুন আইনে এ অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ড—দুটোই হতে পারে।
ওসি ফজলে এলাহী জানান, “খুব শিগগিরই স্মার্ট জুয়ারুদের মুখোমুখি হবো আমরা। তাই আগেই সতর্ক করছি। অপরাধ দমনে সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।”
ডিমলা থানার ওসির এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশংসা করেছেন।