রাবিতে বিএনসিসি নৌ শাখার মহিলা প্লাটুন উদ্বোধন
রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিএনসিসি নৌ শাখার মহিলা প্লাটুন উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে বিএনসিসি চত্বরে নবগঠিত এই প্লাটুন উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। সেখানে অন্যদের মধ্যে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের কমান্ডার লে. কর্ণেল মো. গোলাম কবীর পিএসসি, বিএনসিসি নৌ শাখার উপ-পরিচালক লে. কমান্ডার ফয়সল বিন রশিদ, বাংলাদেশ নৌ বাহিনী খুলনা ফ্লোটিলার লে. এইচ এম আবু সাকিব, রাবি বিএনসিসি’র প্রফেসর আন্ডার অফিসার (নৌ শাখা) প্রফেসর মু. খলিলুর রহমান, প্রফেসর আন্ডার অফিসার (সেনা শাখা) প্রফেসর শামিমা নাসরিন সীমা ও ড. মোহা. আশিক শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে নবগঠিত মহিলা প্লাটুনের কুচকাওয়াজও অনুষ্ঠিত হয়।