প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিকের ভূমিকা জোরদারকরণে সেমিনার
নীলফামারী সংবাদদাতাঃ
নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে “কমিউনিটি ক্লিনিক সেবার কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ক সেমিনার” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ নাছির উদ্দিন।
সেমিনারটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক ইনচার্জ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের অঙ্গীকার অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ জন্য সেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।