জলঢাকায় ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
বিধান চন্দ্র রায়, জলঢাকাঃ
স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় ফ্রি স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোজাফফর হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগের (অনকোলজি) এমডি ডা. খন্দকার মো. আরিফ হাসনাত।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যাপক সেলিমুর রহমান সেলিম, ডা. তানিয়া তাজরিন তন্বী, বিকন ফার্মাসিউটিক্যালস এর সিনিয়র ফ্রন্ট লাইন অনকোলজি ম্যানেজার মুস্তাফিজুর রহমান এবং সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ (অনকোলজি) ডা. ফজর আল জাফর প্রমুখ।
ডা. আরিফ বলেন, “যেসব নারীর পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস নেই, তাঁদের ক্ষেত্রে ৪০ বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করা উচিত এবং প্রতিবছর একবার করে ম্যামোগ্রাম করানো প্রয়োজন।”
তিনি আরও বলেন, “যেসব নারীর নিকটাত্মীয়ের স্তন ক্যান্সারের ইতিহাস রয়েছে বা আগে স্তনে রেডিওথেরাপি নেওয়ার ইতিহাস আছে, তাঁদের ৩০ বছর বয়স থেকেই স্ক্রিনিং শুরু করা উচিত।”
তিনি আরও জানান, ক্যান্সার একবার নির্মূল হওয়ার পরও তা পুনরায় ফিরে আসতে পারে। এজন্য নিয়মিত ফলোআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত প্রথম দুই বছরে দু–তিন মাস পরপর, পরবর্তী দুই বছরে ছয় মাস পরপর এবং এরপর প্রতি বছর একবার করে ফলোআপ করাতে হয়। এতে চিকিৎসার দীর্ঘমেয়াদি জটিলতা এবং রোগের পুনরাবৃত্তি শনাক্ত করা সম্ভব হয়।
বিকন ফার্মাসিউটিক্যালস-এর সহযোগিতায় ও জলঢাকা সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।