জলঢাকায় ১৫৮ টি মন্ডপে দুর্গাপূজা,কঠোর নিরাপত্তার ব্যবস্হা গ্রহণ
বিধান চন্দ্র রায়, জলঢাকা (নীলফামারী):
শুভ মহালয়ার মাধ্যমে দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। শরতের কুয়াশা ভেজা মিষ্টি সকালে শিউলি ফুলের সুবাস মাখা শারদীয় বাতাস চুপি চুপি বলছে, দুর্গা মা আসছে পৃথিবীতে। চারিদিকে শোনা যায় ‘বাজলো তোমার আলোর বেণু’। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বাজছে মায়ের আগমনী বার্তা। মন্দিরে মন্দিরে পূজার সাজ সাজ রব।
আগামী ৯ই অক্টোবর (বুধবার) মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।আয়োজকদের নির্দিষ্ট সময়ে হস্তান্তর করতে হবে প্রতিমা। তাই নির্ঘুম রাত কাটছে প্রতিমা শিল্পীদের। প্রতিমায় বুলিয়ে যাচ্ছেন শেষ মুহুর্তের তুলির আঁচড়।
জলঢাকা উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, এবার জলঢাকা উপজেলায় ১৫৮ টি মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।গতবারের চেয়ে পূজা কমেছে ৩৩ টি।গতবছর ১৯১ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল।
তবে গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার চ্যালেঞ্জসহ দেশের আর্থ সামাজিক পরিস্থিতিতে এবার দুর্গোৎসবের আমেজ, আনন্দ,আয়োজন বা নিরাপত্তা নিয়ে সর্বমহলে আলোচনা চলছে। পূজার নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পূজা আয়োজন যাতে নির্বিঘ্ন হয় সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আয়োজকদেরকেও ১৫টি নির্দেশনা দেয়া হয়েছে।
উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক মৃত্যুঞ্জয় রায় বলেন,উপজেলায় ১৫৮ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হতে যাচ্ছে। আশা করি, মায়ের পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে। এ ব্যাপারে পূজা উৎযাপন পরিষদ প্রশাসনের সাথে দিন-রাত কাজ করে যাচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. আর. সারোয়ার জানান,পূজা চলাকালীন সময়ে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহন করা হয়েছে।