খুবির জীববিজ্ঞান স্কুলে একাডেমিক পোস্টার কম্পিটিশন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহী করতে বিশ্ববিদ্যালয় থেকে অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে : উপাচার্য

Nov 21, 2024 - 07:58
খুবির জীববিজ্ঞান স্কুলে একাডেমিক পোস্টার কম্পিটিশন অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়,সংবাদদাতাঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ‘একাডেমিক পোস্টার কম্পিটিশন-২০২৪’ এর চূড়ান্ত পোস্টার প্রদর্শনী আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টা থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের ৩ তলার করিডোরে অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট স্কুলের সকল ডিসিপ্লিনের শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক যোগাযোগের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, গবেষণার কোনো বিকল্প নেই। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও গবেষণা আগ্রহী হচ্ছেন এটা ভাল একটা দিক। খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহী করে তুলতে নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এখন থেকে বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে শিক্ষার্থীদের গবেষণায় অর্থায়ন করা যায় সে ব্যাপারে পলিসি বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনা ও গবেষণার পরিকল্পনা উঠে আসে। বিশেষজ্ঞদের মতামতে তারা জানতে পারে- গবেষণাটি কতটা ফলপ্রসূ হতে পারে।

জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। বিচারকদের মধ্য থেকে বক্তব্য রাখেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। বিজয়ীদের নাম ঘোষণা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিই ডিসিপ্লিনের শিক্ষার্থী রাজশ্রী দাস সৃজা। অনুষ্ঠানে জীববিজ্ঞান স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন।

‘একাডেমিক পোস্টার কম্পিটিশন-২০২৪’ এ মোট ৩৪টি পোস্টার উপস্থাপন করা হয়। এর মধ্যে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের জয়া বিশ্বাস চ্যাম্পিয়ন, বিজিই ডিসিপ্লিনের সুমাইয়া আহমেদ প্রথম রানার আপ এবং একই ডিসিপ্লিনের মো. গাজী নাজমুল রায়হান দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়া পিপলস্ চয়েজে বিজয়ী হন বিজিই ডিসিপ্লিনের মিজান মিয়া।