বাংলাদেশকে ছয় উইকেটে হারালো ভারত
অনলাইন ডেস্কঃ আইসিসি চ্যাম্পিয়নস্ ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ছয় উইকেটের জয় পেয়েছে ভারত।
শুভমান গিলের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের দেয়া ২২৯ রানের লক্ষ্য ২১ বল হাতে রেখেই পেরিয়ে যায় দলটি।গিল ১২৯ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন।বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়েছেন রিশাদ হোসেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ। ম্যাচের একেবারে শুরুতে মাত্র দুই রানেই দুই ব্যাটারকে হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ লাইনআপ। ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে যখন একশ'র নিচে অলআউটের চোখ রাঙানি তখন তাওহীদ হৃদয় ও জাকের আলীর ১৫৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত ভারতের সামনে ২২৯ রানের লক্ষ্য দিতে সমর্থ হয় তারা।ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে বরাবর শতরানে শেষ ওভারে থামেন তাওহীদ হৃদয়। আর জাকের আলী করেন ৬৮ রান।