মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙা: লালমনিরহাটের ডিসির অপসারণ চাইল সিপিবি

Apr 2, 2025 - 12:24
মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙা: লালমনিরহাটের ডিসির অপসারণ চাইল সিপিবি

লালমনিরহাটে স্মৃতিসৌধ সংলগ্ন মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। তারা জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছে।মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শহরের মিশন মোড় চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি লালমনিরহাট জেলা কমিটির সভাপতি ময়জুল ইসলাম ময়েজের সভাপতিত্বে এতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সংগঠক রফিকুল ইসলাম অপু, জেলা কমিটির সহসাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার সিংহ, সম্পাদকমণ্ডলীর সদস্য মধুসূদন রায়, যুবনেতা গোপাল চন্দ্র রায়, বদিউজ্জামান সোহাগ, ছাত্রনেতা সাইফুল ইসলাম শিহাব।

সমাবেশে সংহতি জানিয়ে ঐক্য ন্যাপ কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মোনায়েম নেহেরু বক্তব্য দেন।

বক্তারা মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তারা লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের অপসারণ এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৭২ সালের সংবিধান ও জাতীয় পতাকার প্রশ্নে কোনো আপোষ নেই। বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় চলবে।তারা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি কিংবা মুছে ফেলার যেকোনো প্রচেষ্টা জনগণ রুখে দেবে।

লালমনিরহাট শহরের বিডিআর রোডে শিশু পার্কসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চে স্থাপিত ম্যুরালটির কিছু অংশে থাকা তিনটি ছবি জেলা প্রশাসনের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত শ্রমিকরা ম্যুরালটি ভাঙার কাজ করেছে।