ওয়ানডে র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা, ১০ নম্বরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, দ্যা ডেইলি ইমেজ বিডিঃ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আগের অবস্থান ছিল নবম, তবে সাম্প্রতিক পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। ফলে দশ নম্বরে নেমে গেছে টাইগাররা।
বাংলাদেশের নিচে এখন আর কোনো পূর্ণ সদস্য দেশ নেই। তাদের ওপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সিরিজে প্রত্যাশিত ফল না আসায় পয়েন্ট কমেছে বাংলাদেশ দলের। একই সঙ্গে অন্য দলগুলোর ভালো পারফরম্যান্সও বাংলাদেশের অবস্থানকে নিচে নামিয়ে দিয়েছে।
আইসিসির প্রকাশিত এই র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। তাদের পরই রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
এখন সামনে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ওয়ানডে ফরম্যাটেও পুনরায় জ্বলে ওঠার প্রত্যাশা করছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা।