ডিমলায় জোরপূর্বক ভুট্টা লুটতারাজ করলো দুর্বৃত্তরা

May 6, 2025 - 19:32
ডিমলায় জোরপূর্বক ভুট্টা লুটতারাজ করলো দুর্বৃত্তরা

মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীয় ডিমলায় পেশিশক্তি বলে জোরপূর্বক ভুট্টা লুটতারাজ করেছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (০৪ মে) সকাল ৬টায় নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে আকমল হোসেন পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২.০৭ শতক জমিতে চলতি মৌসুমী ৪ ভাই বোন মিলে ভূট্টা চাষবাদ করেন। ভুট্টা পরিপক্ক হইয়া উঠিলে পূর্ব শত্রুতার জের ধরে বন্দর খড়িবাড়ী গ্রামের মৃত গমির উদ্দিনের ছেলে আতিয়ার রহমান ও তার ছেলে আশরাফুল ইসলামের নেতৃত্বে ২০/২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী প্রায় দেড় একর জমির ভূট্টা ক্ষেতের ভুট্টা ছিড়ে মাহিন্দ্রা ট্রাক্টরে ২শত মন ভুট্টা লুটতারাজ করে লইয়া যায়, এতে করে ভুক্তভোগী পরিবারের প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতিসাধন করে।

ভুক্তভোগী আকমল হোসেন সংবাদকর্মীকে বলেন, মৌজা- নিজ সুন্দর খাতা, জে.এল নং- সি.এস-১৩, এস.এ-১৩, বিএস-১২, খতিয়ান নং- এস.এ- ৮১, বি.এস- ৮৩৬, দাগ নং- সাবেক ৪৮৫ হাল ৮৯৩ দাগে ২.৩৫ শতকের মধ্যে ২.০৭ শতক জমি লইয়া আতিয়ার রহমান গংদের সহিত বিজ্ঞ আদালতে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলিয়া আসিতেছে। তিনি আরও জানান, আতিয়ার রহমান গং বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে ভুট্টা জোরপূর্বক ছিড়াইতে থাকিলে তার ৩ বোন মার্জুয়ারা বেগম, মারুফা বেগম ও রাওয়ানা মার্জিয়া ঘটনাস্থানে গিয়ে বাধা দেয়ার চেষ্টা করলে অশ্লীল ভাষায় গালিগালাজসহ সন্ত্রাসীরা মারপিট ও মেরে ফেলার হুমকি দেন। তাৎক্ষনিক ৯৯৯ নম্বরে কল করে জানাইলেও ডিমলা থানা পুলিশের পক্ষ থেকে কোনো প্রকার আইনি সহায়তা পায়নি।

এবিষয় ভুক্তভোগী পরিবারের পক্ষে মার্জুয়ারা বেগম ওইদিন ১২ জনকে বিবাদী করে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন।

ঘটনার বিষয় ডিমলা থানার এসআই (নিরস্ত্র) ইমরান হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, উভয় পক্ষের কাগজপত্র দৃষ্টে আইনী ব্যবস্থা গ্রহন করা হইবে।

এব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: ফজলে এলাহী এর সাথে কথা বললে তিনি সংবাদ কর্মীকে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। এদিকে ন্যায় বিচারের কামনা ভুক্তভোগী পরিবারের হতাশায় দিন কাটাচ্ছেন।