অবৈধভাবে পুশইন না করে হাসিনা ও ফ্যাসিস্টদের পাঠান

অনলাইন ডেস্কঃ অবৈধভাবে সাধারণ নাগরিকদের পুশইন না করে আশ্রয় নেওয়া গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ে এক পথসভায় এ আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, বিএসএফ দ্বারা আমাদের সীমান্তবাসীদের নির্মমভাবে খুন করা হয়। বিগত ৫০ বছরে এই সীমান্ত হত্যাকাণ্ড কোনো সরকার বন্ধ করতে পারেনি। এখন আমরা দেখছি ভারত থেকে পুশইন করা হচ্ছে।
তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই— এইটা হাসিনার বাংলাদেশ নয়, ছাত্র-জনতার বাংলাদেশ। যদি পাঠাতে পারেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান। আমরা তাদের জুলাই অভ্যুত্থানে বিচারের আওতায় নিয়ে আসব।
পুশইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি করে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা বাংলাদেশিরা ধর্ম–বর্ণ নির্বিশেষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে ছাত্র-জনতার যে জোয়ার শুরু হয়েছে সেটি তেঁতুলিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত ভাসিয়ে নিয়ে যাবে।