জলঢাকায় পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ কবির উদ্দিন (৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ৯নং কাঁঠালী ইউনিয়নের পূর্ব কাঁঠালী এলাকার বিন্যাকুড়ি বিলের মাঝামাঝি স্থানে একটি কালভার্টের ওপর থেকে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
জলঢাকা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তার সঙ্গে ছিলেন এসআই প্রভাত চন্দ্র সরকার, এসআই গোলাম রব্বানী, এএসআই আহসান হাবিব ও এএসআই রাজেন্দ্রনাথ রায়।
গ্রেফতারকৃত কবির উদ্দিন পূর্ব কাঁঠালী এলাকার রফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, ঘটনাস্থলে অভিযানের সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য আনুমানিক ১৮ হাজার টাকা।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, কবির উদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি এলাকার তরুণদের মাদকাসক্ত করতে সক্রিয় ছিলেন। পাশাপাশি তিনি একটি সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত। তার বিরুদ্ধে জলঢাকা থানাসহ জেলার বিভিন্ন থানায় চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তার নামে জলঢাকা থানায় চারটি জিআর মামলা চলমান এবং একটি সাজা পরোয়ানা মুলতবি রয়েছে।
অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন সহযোগী পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, পলাতকদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-২১, তারিখ: ৩০/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।