জলঢাকায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

Aug 14, 2025 - 16:20
জলঢাকায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

জলঢাকা প্রতিনিধিঃ

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর স্পনসরশিপ প্রকল্পের অধীনে গত (১২ আগস্ট ২০২৫) “প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে নানা আয়োজনে জলঢাকা উপজেলায় পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস। উপজেলা পরিষদ ও ইএসডিও’র সমন্বয়ে উপজেলার ৬টি ইউনিয়নে একযোগে দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।

দিবসের শুরুতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির মূল উদ্দেশ্য ছিল যুবদের আত্মপ্রত্যয়ী, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের ক্ষমতায়নের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জলঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাদেকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং ইএসডিও’র উন্নয়নকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় ৫৮৫ জন যুবক-যুবতী, তাদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পুরো দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যুবদের উৎসাহিত ও সম্পৃক্ত করা হয়।

কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল: বৃক্ষরোপণ কর্মসূচি, বুক রিডিং সাইকেল, স্কিলস ফেয়ার ও মার্কেট লিংকেজ, ঐতিহ্যবাহী খেলা, পরিচ্ছন্নতা অভিযান এবং ওয়াইএলসি ক্যারিয়ার কাউন্সেলিং।

প্রকল্প বাস্তবায়নে সহায়তা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।