জলঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিস, জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি শুরু হয়।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা, জনগণের সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিশিষ্ট আলেম রাহিম উল্লাহ হত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা অভিযোগ করে বলেন, দেশে গণতন্ত্র আজ গভীর সংকটে, জনগণের ভোটাধিকার হুমকির মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের বিকল্প নেই।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি জাহেদুল ইসলাম। সমাবেশে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক আল হাবিব, সহ-সভাপতি আতিকুল ইসলাম ও হাফেজ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওসমান গনি রওশন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, ওবাইতুল মাল সম্পাদক জিকরুল ইসলাম ও মিন্টু প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে স্থানীয় খেলাফত মজলিসের শতাধিক নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং আলেম-ওলামার ওপর নির্যাতন বন্ধের দাবিতেও আন্দোলন অব্যাহত থাকবে।