নীলফামারীতে আকস্মিক ঝড়ে তছনছ ৫ শতাধিক ঘড়বাড়ি, আহত ৫০
ডেস্ক রিপোর্টঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৫টি ওয়ার্ডের ১১টি পাড়ায় টর্নেডো আঘাত করেছে। এতে অন্তত ৫ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং হাজার হাজার গাছপালা ভেঙে পড়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ রোববার সকালে এই ঝড় হয়।
সরেজমিনে দেখা যায়, জেলা শহরের ডিসির মোড় এলাকায় রাস্তায় বড় গাছ ভেঙে পড়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন ঘটেছে। বিভিন্ন জায়গা ঘরের ওয়াল ও চালা চাপা পড়ে অন্তত ৮টি গরু মারা গেছে। এছাড়া গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুরুতর আহত গুলসান নামে এক মহিলাকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসা প্রদানসহ উদ্ধার কাজে একাধিক টিম কাজ করছে। এছাড়া ১০ হেক্টর জমির জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় ১ হাজার পরিবার অন্ধকারে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ৯টায় ভারী বৃষ্টির সময় কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউননিয়নের মাঝাপাড়ায় ঝড় আঘাত করে। মাঝাপাড়া হতে বাবুর পাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় ঝড়ের আঘাতে ৫টি ওয়ার্ডের মাঝাপাড়া, বানিয়াপাড়া, হাজীপাড়া, উত্তরপাড়া, পোদ্দারপাড়া, জিকরুল মেম্বারের পাড়া, বাবুপাড়া, চেয়ারম্যানের পাড়া, বৈরাগীপাড়া, মুন্সিপাড়া, কালিরথানসহ বেশ কয়েকটি পাড়ার ৫ শতাধিক পাঁকা ও কাচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ঝড়ের কবলে হাজার হাজার গাছ পালা ভেঙে পড়েছে। অসংখ্য গাছ পাঁকা রাস্তার ওপরে পড়ে থাকায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্গত এলাকায় ঢুকতে হিমশিম খাচ্ছে। মানুষের চলাচলে ব্যাহত হচ্ছে।