জলঢাকায় RAISE প্রকল্পের মাষ্টার ক্রাফটস্পারসন ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে মাস্টার ক্রাফটস্পারসন ওরিয়েন্টেশন প্রশিক্ষণ।বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) আরডিআরএস বাংলাদেশের জলঢাকা অফিসে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এটি আয়োজন করে আরডিআরএস বাংলাদেশ, শিক্ষা ও শ্রম মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিচালিত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায়।প্রকল্পটির কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
প্রশিক্ষণে স্থানীয় বিভিন্ন কারিগরি প্রশিক্ষক ও দক্ষ কর্মীরা অংশ নেন, যাদের মাধ্যমে এলাকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।
বক্তারা বলেন, “RAISE প্রকল্প তরুণ প্রজন্মকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানে উৎসাহিত করছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মাস্টার ক্রাফটস্পারসনদের হাতে ব্যাগ, প্রাথমিক চিকিৎসা বক্সসহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, RAISE প্রকল্পের মূল লক্ষ্য হলো— বেকার ও অনানুষ্ঠানিক খাতের যুবসমাজকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের আওতায় আনা এবং টেকসই জীবনমান নিশ্চিত করা।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ জলঢাকা উপজেলার তরুণদের আত্মনির্ভরশীল হতে অনুপ্রাণিত করবে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের আরও সহযোগিতা পেলে এটি অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।