রংপুর নগরীর ধাপ হরিসভা মন্দিরে নারায়ণ শিলা, শিব প্রতিষ্ঠা ও রাধাকৃষ্ণ বিগ্রহ স্থাপন
স্টাফ রিপোর্টার, রংপুরঃ
রংপুর নগরীর ধাপ লালকুঠিস্থ ধাপ হরিসভা মন্দিরে নারায়ণ শিলা, শিব প্রতিষ্ঠা ও রাধাকৃষ্ণ বিগ্রহ স্থাপন করা হয়েছে। আজ ( ৭ নভেম্বর ) বৃহস্পতিবার সকালে ধাপ হরিসভা মন্দির কমিটি আয়োজিত নারায়ণ শিলা, শিব প্রতিষ্ঠা ও রাধাকৃষ্ণ বিগ্রহের উদ্বোধন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, রংপুর জেলা শাখার সভাপতি ও ধাপ হরিসভা মন্দির কমিটির সভাপতি শ্রীযুক্ত বাবু রামজীবন কুন্ডু।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও পৌরহিত্য করেন বাংলাদেশ ব্রাহ্মণ-পুরোহিত ঐক্য পরিষদ, রংপুর জেলার সভাপতি শ্রীযুক্ত বাবু ধীমান ভট্টাচার্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, রংপুর জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার মহন্ত, রামজীবন কুন্ডুর সহধর্মীনি বীথিকা সরকার কুন্ডু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার সাধারণ সম্পাদক পিজুস চন্দ্র সরকার ও ধাপ হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সিতু মহন্তসহ স্থানীয় ভক্তবৃন্দগণ।