ক্যাম্পাসে চবি সাংস্কৃতিক জোট আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘নতুন ধানে, নতুন প্রাণে চলো মাতি পিঠার ঘ্রাণে’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে চবি বুদ্ধিজীবী চত্বরে (৩০ জানুয়ারি, ২০২৫) পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের স্টল পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন এবং চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ও অঙ্গন, চবি এর উপদেষ্টা ড.নাসির উদ্দিন (রাহমান নাসির উদ্দিন) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট, অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, প্রথম আলো বন্ধুসভা, লোকজ সাংস্কৃতিক সংগঠন এবং আমন্ত্রিত সংগঠন রঁধেভূ শিল্পী গোষ্ঠী ও ভিন্নষড়জ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আলাদা আলাদা স্টল বসিয়ে পিঠা উৎসব উদযাপন করেন।