ডিমলায় কিশোরী নির্যাতন ও জোরপূর্বক ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ডিমলা সংবাদদাতাঃ
কিশোরী নির্যাতন ও জোরপূর্বক ধর্ষণ মামলায় তুষার (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নীলফামারীর ডিমলা থানা পুুলিশ। শনিবার(৮ ফেব্রæয়ারি) রাতে ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের নিজ গয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তুষার ওই গ্রামের সোলায়মান আলীর ছেলে। তুষারের স্ত্রী ও সন্তান রয়েছে।
রবিবার(৯ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন ফজলে এলাহী।
পুলিশ জানায়, ডিমলা উপজেলার দোহলপাড়া গ্রামের এক কিশোরীর(১৮) সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তুষার। ২০২৪ সালের ১৮ নভেম্বর রাতে তিনি ওই কিশোরীর শয়নকক্ষে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় ২১ নভেম্বর কিশোরী নিজেই নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। শনিবার রাতে ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তুষারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা দ্রুত ন্যায়বিচারের দাবি জানান।