ডিমলায় ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ

Apr 5, 2025 - 13:27
ডিমলায় ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ

মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

সরকার নির্ধারিত ভাড়াকে উপেক্ষা করে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে নীলফামারীর ডিমলা উপজেলায় বিভিন্ন কোম্পানির বাস কাউন্টারে। যাত্রীদের অভিযোগ, বাস কর্তৃপক্ষ সরকারি নির্দেশনা মানছে না এবং ইচ্ছামতো অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভুক্তভোগী যাত্রীরা অভিযোগ করে জানিয়েছেন, প্রতিবছর ঈদ আসলে নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা দিয়ে টিকিট নিতে হচ্ছে, অন্যথায় গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে অতিরিক্ত ভাড়ার ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা, এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীরা দ্রুত এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।