কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আট দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

Apr 20, 2025 - 13:15
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আট দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি

ওয়াহিম হোছাইন,দ্যা ডেইলি ইমেজ বিডিঃ

‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’-এর ব্যানারে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের আট দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে। রোববার (২০ এপ্রিল) শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করা ও নিয়মিত নিয়োগ প্রক্রিয়া চালু রাখা।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে: কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট নিরসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে থাকা কৃষি ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থাকে কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তর, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ, মাঠ সংযুক্তি ভাতা প্রদান এবং চাকরিতে যোগদানের পর উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা।

আন্দোলনের সমন্বয়কারী সম্রাট তালুকদার জানান, "এই দাবিগুলো ২০০৮, ২০০৯ ও ২০১৬ সালেও তোলা হয়েছিল। বারবার দাবি যৌক্তিক স্বীকার করে সংশ্লিষ্টরা আশ্বাস দিলেও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই আমরা আবারও মাঠে নেমেছি—বাধ্য হয়ে, অধিকারের প্রশ্নে।"