কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলনে আজ ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচি ঘোষণা
ওয়াহিম হোছাইন,দ্যা ডেইলি ইমেজ বিডিঃ
দেশব্যাপী কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ যৌক্তিক আট দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন আরও তীব্র রূপ নিচ্ছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না করায় এবং ধারাবাহিকভাবে মিথ্যা আশ্বাস ও অযৌক্তিক রেজুলেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে প্রতারণার অভিযোগে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েছে।
এই প্রেক্ষিতে, আজ ২১ এপ্রিল ২০২৫, সোমবার সারা দেশে ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। আন্দোলনরতদের পক্ষ থেকে জানানো হয়েছে— "কৃষির সৈনিকদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের কোথাও কোনো ধরনের কৃষি কার্যক্রম চলতে দেওয়া হবে না।"
সরকারি ও বেসরকারি সকল কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশার ডিপ্লোমা কৃষিবিদদের প্রতি এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আন্দোলনকারীরা মনে করছেন, দীর্ঘদিনের দাবি ও বঞ্চনার অবসানে এই কঠোর কর্মসূচিই হতে পারে তাদের ন্যায্য অধিকারের পথে সবচেয়ে জোরালো পদক্ষেপ।
প্রসঙ্গত, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের এই আন্দোলন ইতোমধ্যে শিক্ষাঙ্গন এবং পেশাজীবী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।