কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮দফা আন্দোলন: দাবি আদায়ে কঠিন হুশিয়ারি ছাত্রনেতার
ওয়াহিম হোছাইন,ঢাকাঃ রাজধানীর কেন্দ্রীয় রাজু ভাস্কর্যে সমবেত হয়ে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে আজ ৮দফা যৌক্তিক দাবিতে সারা দেশের ১৮টি সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এবং বেসরকারি এটিআই-এর শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করেন।
আন্দোলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবু নাঈম। তিনি বলেন, “যদি দ্রুততম সময়ের মধ্যে কর্তৃপক্ষ লিখিত প্রজ্ঞাপন জারি না করে, তবে আগামীকাল থেকে সারা দেশের কৃষি বিষয়ক সকল দপ্তর ও কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।
আরও জানান- তারা কেনোভাবেই আমরা লিখিত রেজ্যুলেশন নামক অহেতুকী কার্যে বিশ্বাসী না। আমরা নয়ছয়ে বিশ্বাসী না।
আন্দোলনে কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং একাত্মতা প্রকাশ করেন। বক্তারা বলেন, কৃষি শিক্ষা ও কৃষিবিদদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে।
এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করে তাদের দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করে আগামীকাল থেকে একযোগে আন্দোলনের ডাক দেন।