নীলফামারীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ ঝরলো নির্মাণ শ্রমিকের

May 2, 2025 - 20:10
নীলফামারীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ ঝরলো নির্মাণ শ্রমিকের

মোঃ জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর উত্তরা ইপিজেডের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বেলাল মিয়া (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার শ্রমিকদের অধিকার আদায়ের দিন মে দিবস (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল মিয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের নুরুজ্জামানের ছেলে। পুলিশ জানায়, উত্তরা ইপিজেডের অভ্যন্তরে একটি শিল্পকারখানার ৬তলা ভবনের নির্মাণকাজ চলছে।

জানা যায়, উত্তরা ইপিজেডে বেপজার নির্মাণাধীন ভবনটির কাজ করছিল ‘সিবিএল’ নামক একটি প্রতিষ্ঠান। ওই কোম্পানির ইঞ্জিনিয়ার কামাল হোসেনের ৪ জন শ্রমিক ভবনটির ষষ্ঠ তলার ছাদের সাটারিং খুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সময় ওই শ্রমিক ৬তলা ভবনের ছাদের সাটারিং খুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে উত্তরা ইপিজেডের ভেতরে অবস্থিত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ এর সত্যতা নিশ্চিত করেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।