ডিমলায় গাছের চারা রোপণসহ শিক্ষার্থী ও কৃষকদের মাঝে চারা বিতরণ

Jul 17, 2025 - 23:41
ডিমলায় গাছের চারা রোপণসহ শিক্ষার্থী ও কৃষকদের মাঝে চারা বিতরণ

মো: জাহিদুল ইসলাম,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নীলফামারীর ডিমলায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে ফলদ ও বনজ চারা বিতরণসহ রোপণ করা হয়েছে। 

এই কর্মসূচির আওতায় মোট ১২০০ জন শিক্ষার্থীর মাঝে ৪টি করে মোট ৪৮০০টি চারা বিতরণ করা হয়। এর অংশ হিসেবে বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন শিক্ষার্থীকে ৪টি করে মোট ৪০০টি চারা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক, নীলফামারী। এ সময় তিনি কৃষকদের জন্য প্রণোদনার অংশ হিসেবে ১০০ জন কৃষকের মাঝে ৫টি করে আমগাছের চারা বিতরণ করেন।

এ ছাড়া উপজেলা পরিষদ চত্তরে 'বনছায়া' বাগান স্থাপন, নারিকেল গাছ রোপণ, কৃষকদের মাঝে আমের চারা বিতরণ এবং নিজ সুন্দরখাতা গ্রামে রংপুর বিভাগের একমাত্র আনারস বাগান পরিদর্শন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার, সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় অন্যান্য কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।