জলঢাকায় বিয়ের দাবিতে পরকিয়া প্রেমিকের বাড়িতে চার সন্তানের জননীর অনশন

Oct 13, 2025 - 22:45
Oct 13, 2025 - 22:54
জলঢাকায় বিয়ের দাবিতে পরকিয়া প্রেমিকের বাড়িতে চার সন্তানের জননীর অনশন

জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলার গাবরোল টগরারডাঙ্গা বাজারের উত্তরে হযরত আলীর স্ত্রী বিয়ের দাবিতে পরকিয়া প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন চার সন্তানের জননী এক নারী। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে গাবরোল টগরারডাঙ্গা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাবরোল টগরারডাঙ্গা গ্রামের জয়নুদ্দির ছেলে প্রেমিক সাদেক মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন একই গ্রামের চার সন্তানের জননী এক নারী। এ সময় সাদেকের পরিবারের লোকজন ওই নারীকে টেনে হিঁচড়ে বাড়ির ভেতর থেকে বাইরে বের করে দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও তাদের দু’জনের অনৈতিক সম্পর্কের বিষয়ে পারিবারিকভাবে ৫০ হাজার টাকায় মীমাংসা করা হয়। রাতে বাড়িতে স্ত্রী না থাকায় সাদেক মিয়া মোবাইল ফোনে ওই নারীকে তার বাড়িতে ডাকেন। এ সময় ওই নারীর পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে সাদেকের বাড়ি থেকে দু’জনকে ‘আপত্তিকর’ অবস্থায় আটক করে। পরে অভিযুক্ত সাদেককে তার পরিবারের লোকজন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়।

অভিযুক্ত সাদেকের পরিবার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা সকালে লোকমুখে শুনেছি। পারিবারের কেউ বিষয়টি সম্পর্কে জানি না।

এ বিষয়ে ভুক্তভোগী নারী জানান, চার বছর ধরে সাদেকের সঙ্গে তার সম্পর্ক। তার চার সন্তানের ক্ষতি করার হুমকি ও বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন সাদেক। বিগত রাতে তার সন্তানদেরকে ক্ষতি করবেন বলে পুনরায় হুমকি দিয়ে সাদেক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন তাকে।

ওই নারী আরও জানান, আমার পূর্বের স্বামী হযরত আলী তার সংসার ভেঙে দিয়েছেন। এখন তার পরিবার মেনে না নেওয়ায় বাধ্য হয়ে সাদেকের বাড়ীতে বিয়ের দাবিতে অবস্থান করছেন তিনি। তার স্ত্রীর অধিকার না দিলে এখান থেকে কোথাও যাবেন না বলেও জানান তিনি।

অভিযুক্ত সাদেক আত্মগোপনে থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে জলঢাকা থানার ওসি জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।