লিচুর বিচি গলায় আটকে—চার বছরের রবিউলের মর্মান্তিক মৃত্যু

May 6, 2025 - 19:57
লিচুর বিচি গলায় আটকে—চার বছরের রবিউলের মর্মান্তিক মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে লিচুর বিচি গলায় আটকে রবিউল ইসলাম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত ৯টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, রাতে লিচু খাওয়ার সময় রবিউল বিচি না ফেলেই সেটি গিলে ফেলে। এতে বিচি তার গলায় আটকে গিয়ে শ্বাসরোধের সৃষ্টি হয়। হঠাৎ ছটফট করতে শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নূর শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, রবিউল অত্যন্ত প্রাণবন্ত ও সবার আদরের ছিল। তার এই অকাল মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছে।

চিকিৎসক ও স্থানীয়রা বলছেন, লিচু, আঙুর, বাদামের মতো ছোট আকৃতির খাবার শিশুরা খাওয়ার সময় অভিভাবকদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। এসব খাবার বিচি ফেলে, ছোট টুকরো করে ও সন্তানের খাওয়া নজরদারিতে রেখে খাওয়ানো জরুরি। সচেতনতা ও তাৎক্ষণিক সাড়া অনেক সময় একটি প্রাণ রক্ষা করতে পারে।