বড়ভিটা এ ইউ ফাজিল মাদ্রাসার অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

May 8, 2025 - 20:10
বড়ভিটা এ ইউ ফাজিল মাদ্রাসার অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতাঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়ভিটা এ ইউ ফাজিল মাদ্রাসায় চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বৃহস্পতিবার (৮ মে) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ভুক্তভোগী এলাকাবাসী, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, সাবেক গভর্নিং বডির প্রতিনিধিরা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিকে ব্যক্তিগত ও পারিবারিক প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন। সম্প্রতি দাখিল পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল সরবরাহের অভিযোগে তার পুত্র ও সহকারী লাইব্রেরিয়ান মোজাহিদুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে অবৈধ নিয়োগ ও অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে।

বক্তারা আরও জানান, অধ্যক্ষ অহিদুল ইসলাম মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তার জামাতা ও ঘনিষ্ঠজনদের পুরনো তারিখে নিয়োগ দিয়ে এমপিওভুক্ত করেছেন। আইসিটি প্রভাষক পদে নিজের ছোট জামাতাকে এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগপ্রাপ্ত খাদিজা বেগমকে আরবি মৌলভী হিসেবে এমপিওভুক্ত করা হয়।

অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদ্রাসায় প্রকৃত পাঠদানের পরিবেশ নেই। পরীক্ষায় নকল সরবরাহ করিয়ে শিক্ষার্থীদের পাস করানো হয়, যার ফলে তারা উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

মানববন্ধনে বক্তারা শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসক এবং বর্তমান এডহক কমিটির সভাপতি ও এডিসি (রাজস্ব) সাইদুল ইসলাম মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেন। তারা দাবি জানান, মাদ্রাসাটিতে দ্রুত তদন্ত পরিচালনা করে সকল দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু বিচার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক।