হাবিপ্রবিতে শস্যবৃত্ত-এর আয়োজনে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
হাবিপ্রবিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কৃষক সেবা কেন্দ্রের সম্মুখে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন ‘শস্যবৃত্ত’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, প্ল্যান্ট প্যাথলোজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ ।
এছাড়াও দিনাজপুরের রানিপুর উচ্চ বিদ্যালয়ে ৩৫০ টি গাছের চারা বিতরণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংলগ্ন স্থানে ১৫০ টি গাছের চারা রোপণ করা হয়।