শিশু শিক্ষার্থীদের উৎসাহ দিতে সমাবর্তনের আয়োজন
বিধান চন্দ্র রায়, ডেইলি ইমেজ বিডিঃ
নীলফামারীর জলঢাকায় শিশু শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) সকালে বালাগ্রাম ইউনিয়নের ইউ.সি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবর্তন ক্যাপশন সমন্বিত সাদা গেন্জি,মাথায় ক্যাপ পরিহিত শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বালাগ্রাম ইউ.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসী আক্তারের সভাপত্বিতে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নিলুফা আক্তার।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুন্দিবাড়ী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার রায়,বালাগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক মিজানুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ছিটমীরগঞ্জ শালনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম লাভলু,মাহফুজার রহমান প্রমূখ।এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র রায়।
বিদ্যালয়টিতে দ্বিতীয় বার আয়োজিত সমাবর্তনে প্রাথমিক শিক্ষা সমাপ্তকারী ৫ম শ্রেণির ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।সমাবর্তন শেষে শিশু শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান,আজকে অনেক ভালো লাগছে।আজকে আমাদের প্রাথমিক শিক্ষা জীবনের শেষ হলো।বিদ্যালয়টির শ্রেষ্ঠ অভিভাবক নির্বাচিত আতোয়ারা বেগম বলেন,এমন আয়োজনে আমরা অভিভূত হয়েছি।এরকম আয়োজন প্রত্যেকটি বিদ্যালয়ে করা হলে শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে।
বালাগ্রাম ইউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র রায় জানান,শিশু শিক্ষার্থীদের উৎসাহ দিতে দ্বিতীয় বারের মতো এই সমাবর্তনের আয়োজন করা হয়েছে।এর মাধ্যমে শিশু শিক্ষার্থীদের প্রাথমিক পড়াশোনার সমাপ্তি ঘটলো।