লক্ষীপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Oct 20, 2024 - 18:39
লক্ষীপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

হাবিবুর রহমান,লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষীপুর শহরে সোনার বাংলা চাইনিজ এন্ড পার্টি সেন্টারে প্রগতি লাইভ ইন্স্যুরেন্স লিমিটেড এর কর্মী মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জহির উদ্দিন জিএম,এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মিস্টার জালালুল আজিম ম্যানেজিং ডিরেক্টর সিইও।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর।মাইনউদ্দিন ভিপি(এসআর)ইনচার্জ কমলনগর সাভিসিং সেন্টার।মানিক মিয়া,জিএম(এসআর)লক্ষীপুর।

এই ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার ও ইউনিয়নের সহযোগী সংগঠনের পেশাশ্রেণীর সদস্য গণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রধান অতিথি বলেন আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে সাধারণ মানুষের মাঝে ব্যাপক হারে আস্থা অর্জন করেছি, সময় মতো গ্রাহকদের অর্থ সঠিকভাবে বিতরণ করি এখানে কোন ঝুঁকি নেই, এবং টাকা আত্মসাৎ হওয়ার কোন সুযোগ নেই গ্রাহকদের জমাকৃত টাকা ব্যাংকিং এজেন্টের মাধ্যমে জমা করে থাকি আমরা হাতে কোন লেনদেন করিনা গ্রাহকদের মাঝে আমরা সঠিকভাবে সেবা প্রদান করে থাকি।

উক্ত সভায় বিভিন্ন অতিথি বৃন্দগন বিভিন্ন ভাবে বক্তব্য রাখেন। উক্ত সমাবেশে সকল আলোচনা শেষে সভার সভাপতি, জনাব মোঃ বেল্লাল হোসেন ভুঁইয়া ইভিপি (পিডি)প্রজেক্ট ডিরেক্টর। উক্ত সভার উপস্থিতি সকলের জন্য দোয়া ও শুভ কামনা জানিয়ে আগামী দিনে ভালো ভাবে কাজ করার পরামর্শ দিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন। আয়োজনে: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড