রাবিতে বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ দিবস উদযাপিত

May 1, 2025 - 06:56
রাবিতে বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ দিবস উদযাপিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ (আইপি) দিবস ( World Intellectual Property (IP) Day) উদযাপন করা হয়। রাবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এদিন সকাল ১০টায় এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন থেকে শুরু হয়ে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে এসে শেষ হয়।

বেলা ১১:৪৫ মিনিটে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে অনুষ্ঠিত হয় সেমিনার। ‘Intellectual Property Right: The Key for Building a Secured Future’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। সেমিনারে মূল বক্তা ছিলেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজা ও র‌্যাপোর্টিয়ার ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মনিমুল হক।

অনুষ্ঠানে উপাচার্য তাঁর বক্তৃতায় প্রসঙ্গক্রমে বলেন, বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ দিবসে আমরা শ্রষ্টা, উদ্ভাবক ও উদ্যোক্তাদের অবদান উদযাপন করি। বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার এমন একটি বিষয় যার মাধ্যমে গবেষক, উদ্ভাবক, ডিজাইনার, শিল্পী ও আরো অন্যরা তাদের উদ্ভাবনী ও সৃজনশীলতার ফলাফলকে আইনত রক্ষা ও তা থেকে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ন্ত্রণকারী একটি আইনি কাঠামো রয়েছে। এই ধরনের আইন আন্তর্জাতিক আইনের পরিপূরক।

উপাচার্য আরো বলেন, আমাদের উদ্ভাবন ও সৃজনশীলতাকে সম্পদে পরিণত করতে হবে। বাংলাদেশের ক্রমবর্ধমান বুদ্ধিবৃত্তিক বিকাশের সঙ্গে সঙ্গে এর আইপি আইন ও প্রয়োগ ব্যবস্থা শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে করে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির সুরক্ষা হয়। একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য আইপি’র শক্তিকে আমাদের ব্যবহার করতে হবে।

সেমিনারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় সভাপতি ও বিশিষ্ট শিক্ষক, উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

দিবসের কর্মসূচিতে আরো ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা।উল্লেখ্য, ২৬ এপ্রিল বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ (আইপি) দিবস। এই বছর সেদিন রাবির ভর্তি পরীক্ষা থাকায় আজ বুধবার দিবসটি উদযাপন করা হয়।